ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৪২
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিহন হিদানকিও’র নোবেল শান্তি পুরস্কার অর্জনে ড. ইউনূসের অভিনন্দন


আজ, ১১ অক্টোবর ২০২৪: জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহন হিদানকিও’র ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “নিহন হিদানকিওকে নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। তাদের নিরলস প্রচেষ্টা ও পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি অবিচল অঙ্গীকার আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।”

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস আরও উল্লেখ করেন, “হিরোশিমা ও নাগাসাকির মর্মান্তিক ঘটনার স্মৃতি ভুলে না যাওয়া এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে নিহন হিদানকিও’র অব্যাহত সংগ্রাম আমাদের নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুরণিত হয়।”

ড. ইউনূস বার্তায় বলেন, “আপনাদের সাহসিকতা এবং আত্মনিবেদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের আরও উষ্ণ অভিনন্দন জানাই।”

নিহন হিদানকিও ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে “পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের প্রচেষ্টার জন্য।”

শুক্রবার নরওয়ের নোবেল ইনস্টিটিউটে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, “পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়” — এ বার্তা বহনকারী প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের গুরুত্ব তুলে ধরার জন্য সংগঠনটিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

সব খবর