ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪২
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় বিষয়ে সীমা ও সংযম বজায় রাখা প্রয়োজন: তথ্য উপদেষ্টা


আজ, ১১ অক্টোবর ২০২৪: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ বলেছেন যে ধর্মীয় বিষয়ে সংযম ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রেও একটা সীমা রয়েছে, এবং আমাদের উচিত সেই সীমা কখনো লঙ্ঘন না করা। কোথায় থামতে হবে তা বোঝা আমাদের দায়িত্ব।

ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, চলমান দুর্গাপূজা উপলক্ষে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়। সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গোৎসব পালন করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও চর্চার অধিকারকে সম্মান করা উচিত, এবং এ বিষয়ে সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান ও উৎসবের শুভ কামনা প্রকাশ করেন।

সব খবর