ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:২৭
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছি: উপদেষ্টা ফারুক-ই-আজম


সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

শুক্রবার (১১ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী মিলন মন্দিরে পূজার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় আচার পালন করে। দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত আছি। দেশের সব পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।”

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এ সময় বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির যে ধারা বাংলাদেশে বিদ্যমান, তা ধরে রাখা আমাদের দায়িত্ব। আমি ছোটবেলায় দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করতাম। আজও সেই সম্প্রীতি বজায় রাখতে আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “কোনো গুজবে কান দেবেন না, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন। আমরা আপনাদের নিরাপত্তায় সর্বদা সচেষ্ট আছি।”

পরে উপদেষ্টা ফারুক-ই-আজম পটিয়ার রামকৃষ্ণ মিশন ও কালি বাড়ি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনি, থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, কেন্দ্রীয় পূজা কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত, জেলা পূজা কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সব খবর