বাংলাদেশের প্রখ্যাত ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয় এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তায় আজহারী জানান, তিনি দেশ ছেড়েছেন এবং শিগগিরই দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী গত ২ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন এবং ৯ দিনের মাথায় আবার মালয়েশিয়ায় ফিরে যাচ্ছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় তার প্রবেশে বাধা দেওয়া এবং ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।