বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে আহত দুই শিক্ষার্থী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের পরিবারকে এই সহায়তা তুলে দেন।
এসময় বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের মতো সাহসী শিক্ষার্থীরা দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবীন নিজের চোখ হারিয়েছে, আরও অনেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আহত ও নিহত হয়েছেন। আমরা বিএনপি পরিবার সব সময় তাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মো. রুবেল আমিন, শাহাদত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদানের মাধ্যমে আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানানো হয়েছে, যা বিএনপি পরিবার সবসময়ই করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।