ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:৪৬
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ: আইজিপি


ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, “প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। বাংলাদেশে মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া মানুষ সাধারণত শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি।”

তিনি আরও বলেন, “এবারের দুর্গাপূজা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, তবে পূজা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। পূজা শুরুর আগেই আমরা আপনাদের আশ্বস্ত করেছিলাম যে, শান্তিপূর্ণভাবে উৎসব পালন হবে এবং তা-ই হচ্ছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, “এ বছর দেশের ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও প্রতিটি ক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা এবং ২৪টি জিডি দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।”

আইজিপির সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরার পূজামণ্ডপও পরিদর্শন করেন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সব খবর