শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।
সেনাপ্রধান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে পূজা উদযাপন করতে পারবেন। আমাদের সহমর্মিতা অতীতেও ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায় একসঙ্গে বসবাস করছে। এই ঐতিহ্য আমরা ধরে রেখেছি এবং ভবিষ্যতেও রাখবো।”
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, দেশের যেখানেই এই উৎসব পালিত হচ্ছে, সবার জন্য রইলো আমার শুভেচ্ছা।”
এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এই নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে। পূজা উদযাপনে কোনো আইনশৃঙ্খলা সমস্যা দেখা দিলে নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বর ০১৭৬৬৮৪৩৮০৯-এ যোগাযোগ করে জানানো যাবে, অথবা বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।
উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজা রোববার (১৩ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সারা দেশের পূজামণ্ডপগুলোতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।