টাটা গোষ্ঠীর জনহিতকর শাখা টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নোয়েল টাটার নাম ঘোষণা করা হয়েছে। এতদিন এই পদে দায়িত্ব পালন করছিলেন রতন টাটা, যিনি ৮৭ বছর বয়সে বুধবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর এনডিটিভির।
শুক্রবার (১১ অক্টোবর) টাটা ট্রাস্টির বোর্ড সদস্যরা রতন টাটার সৎভাই নোয়েল টাটাকেই নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। রতন টাটার মৃত্যুর পর বিভিন্ন জায়গায় তিনটি নাম নিয়ে আলোচনা চলছিল—লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা। তারা রতনের সন্তান না হলেও তার সৎ ভাই নোয়েল টাটার সন্তান।
লিয়া, মায়া এবং নেভিল ইতোমধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করছেন। রতন টাটাও তাদের ওপর আস্থা রেখেছিলেন এবং তিনজনকেই দোরাবজি টাটা ট্রাস্ট ও রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছিলেন।
নোয়েল টাটা কেবল রতন টাটার সৎ ভাইই নন, তিনি গত ৪০ বছর ধরে টাটা গ্রুপে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম সদস্যও ছিলেন।
নোয়েল টাটার পিতা ছিলেন নাভাল টাটা, যিনি নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান। ৬৭ বছর বয়সী নোয়েল টাটা রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থিত ছিলেন।