গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে।
শুক্রবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২২৫ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের। একই সময়ে ৪৬১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৮৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৩৭ হাজার ১৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নয়, বরং সারা বছরই হচ্ছে। বর্ষাকালে এর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ ব্যবহার এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশা নিধনে শুধু জরিমানা এবং জনসচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। সঠিকভাবে জরিপ করে দক্ষ জনবল দিয়ে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।