ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২২
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নীতিমালা


শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রকাশ করেছে, যা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম থেকে নবম শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী থাকতে পারবে এবং আসন খালি থাকা সাপেক্ষে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ৫ বছর।

বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত এই নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির ব্যবস্থা করা হবে। ঢাকা মহানগরের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত হবে, আর জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি ও লটারির তারিখ শিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারিত হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকাও প্রস্তুত করা হবে। যদি নির্ধারিত তারিখের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি না হয়, তবে অপেক্ষমাণ তালিকা থেকে তালিকার ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

একজন শিক্ষার্থী সর্বাধিক পাঁচটি বিদ্যালয়ে ভর্তির জন্য পছন্দক্রম দিতে পারবে। তবে যদি কোনো বিদ্যালয়ে ডাবল শিফট থাকে এবং উভয় শিফট বেছে নেওয়া হয়, তাহলে সেটি দুটি বিদ্যালয় হিসেবে বিবেচিত হবে।

এই নীতিমালা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নের উদ্দেশ্যে কার্যকর হবে।

সব খবর