বরিশালে কিছু ব্যক্তি, যারা আগে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক লীগ গঠনের চেষ্টা করছিলেন, এখন তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি ব্যবহার করে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক দলের ব্যানার ঝুলিয়েছেন। এই পরিবর্তন নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে হাস্যরসের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে কেডিসি এবং চরের বাড়ি এলাকার বাসিন্দারা, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
উল্লেখযোগ্যভাবে, পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির বরিশাল ডিপোর কর্মচারীরা জানিয়েছেন যে, এই দুই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নামে একটি নির্দলীয় সংগঠন রয়েছে। তবে, আওয়ামী লীগ সরকারের সময় কিছু ব্যক্তি শ্রমিক লীগ নামে সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সম্প্রতি তারা আবার বিএনপির ব্যানার ব্যবহার করে শ্রমিক দল গঠনের চেষ্টা করছে, যা নিয়ে এলাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
মহানগর শ্রমিক দলের সভাপতি মো. ফয়েজ খান বলেন, “শ্রমিক দলের কমিটি গঠনের জন্য এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে দেওয়া হবে। কর্মীদের দল পরিবর্তন করাটা স্বাভাবিক।”
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাছুম খন্দকার এবং সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেন বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় শ্রমিক লীগ গঠনের ব্যর্থ প্রচেষ্টাকারীরাই এখন বিএনপির ব্যানারে শ্রমিক দল গঠনের চেষ্টা করছে। তাদের এই পদক্ষেপ মূলত শান্তিপূর্ণ শ্রমিক ইউনিয়নে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে করা হয়েছে।”
অভিযুক্তদের মধ্যে রয়েছে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিপন সিকদার, ইমরান হাওলাদার এবং ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলী ফকিরসহ আরও কয়েকজন।
রিপন সিকদার বলেন, “আমি ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলে আছি এবং মহানগর শ্রমিক দলের সভাপতির নির্দেশেই ব্যানার লাগানো হয়েছে।”
এই ঘটনায় পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির বরিশাল ডিপোতে ব্যানার ঝুলানোর বিষয়টি তদন্তের জন্য সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।