ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ২:২২
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন


বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ৯ অক্টোবর রাতে মোঃ কামাল হোসেন হাওলাদারকে কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং মোহাম্মদ মোস্তফা দুয়ারীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

উল্লেখ্য, কেদারপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়ায় ২১ সেপ্টেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপি একটি বর্ধিত সভা করে। বর্ধিত সভার ১৭ দিন পর, বুধবার রাতে, বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।

সব খবর