রাজধানীর হাতিরঝিলে ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩২) হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তামিমের বাবা সুলতান আহমেদ জানান, তিনি এবং আরও দুজন ব্যক্তি প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেড নামক ডেভেলপার কোম্পানির কাছে জমি দেন, যার বিনিময়ে পাঁচটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। গত বছর কোম্পানিটি দুটি ফ্ল্যাট হস্তান্তর করলেও বাকিগুলো নিয়ে কালক্ষেপণ করতে থাকে। অনেক আলোচনা এবং তর্ক-বিতর্কের পর কোম্পানির মালিক তাদের নিজ খরচে একটি ফ্ল্যাটের সংস্কার কাজ করার অনুমতি দেন। বুধবার (৯ অক্টোবর) কাজ শুরু করা হলে একটি গ্রুপ বাধা দেয়।
বৃহস্পতিবার সকালে তামিমের তত্ত্বাবধানে আবার কাজ শুরু হলে কোম্পানির কর্মীসহ ৩০ জনের একটি দল হামলা চালায়। সুলতান আহমেদ জানান, হামলাকারীরা তাদের মারধর করে এবং একজন তামিমের গলা চেপে ধরে। গুরুতর আহত অবস্থায় তামিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ফ্ল্যাট মালিকানা নিয়ে জমির মালিক এবং ডেভেলপার কোম্পানির মধ্যে বিরোধের ফলেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে আবাসন কোম্পানির প্রকৌশলীসহ তিন জনকে আটক করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।