ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৪৭
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আইন সচিব গোলাম রব্বানী অবসর


সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীর অবসর গ্রহণ অনুমোদন করেছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) আইন মন্ত্রণালয় তার অবসর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৯ অক্টোবর থেকে অবসর প্রদান করা হলো। তার ছুটির প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাসের পূর্ণ বেতনসহ অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।

গোলাম রব্বানী ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর ৮ সেপ্টেম্বর তাকে সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয় এবং ১৮ সেপ্টেম্বর তিনি আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হন। অবসরের আগে তিনি সচিব পদে এক মাসেরও কম সময় দায়িত্ব পালন করেছেন।

সব খবর