ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:২৩
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রবিদাস সম্প্রদায়ের বৈষম্য দূর করতে সচেষ্ট সরকার: নাহিদ ইসলাম


১০ অক্টোবর, ২০২৪: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, “সবাই মিলে মিশে নতুন বাংলাদেশ গড়তে হবে।” তিনি রবিদাস সম্প্রদায়ের বৈষম্য দূর করে শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগের প্রতিশ্রুতি দেন।

আজ দুর্গাপূজা উপলক্ষে ওয়ারীতে রবিদাস পাড়ায় রবিদাস জিউ মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় রবিদাস সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের উচ্ছেদ আতঙ্কের কথা তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বের দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর নেমে এসেছে। তাই সকল ধর্মীয় অধিকার নিশ্চিত করতে আমাদের একসাথে কাজ করতে হবে।” তিনি যোগ করেন, “যদি আমরা সমাজের প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করতে না পারি, তবে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন সম্ভব হবে না।”

উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, “রবিদাস সম্প্রদায়ের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। রাষ্ট্র ও সামাজিক কাঠামোয় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সব খবর