১০ অক্টোবর, ২০২৪: প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, বর্তমান সরকার ঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরাসহ যে কোনো দুর্যোগে সবসময় জনগণের পাশে রয়েছে।
আজ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যাকবলিত মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয় এবং জনগণের দুঃখ-কষ্ট ভাগাভাগি করতে সর্বদা প্রস্তুত থাকে।
তিনি বলেন, “দেশের যে কোনো প্রান্তে দুর্যোগ হলে সরকার তাৎক্ষণিকভাবে তথ্য পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। চলমান বন্যায় সরকারের সব সহযোগিতা আপনারা পাচ্ছেন, বন্যা পরবর্তী পুনর্বাসনেও সরকার পাশে থাকবে।”
সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতিবাজদের এ সরকারের কোনো জায়গা নেই।”
হালুয়াঘাট উপজেলার বিলদোড়ার রাহেলা এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সচিব সাইফুল্লাহ পান্না। তিনি জানান, প্রায় ৩৫০ বন্যাকবলিত মানুষকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবং জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরা বন্যাকবলিত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে সচিব হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং পূজামণ্ডপে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।