ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৫৪
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর-১০ মেট্রো স্টেশন শিগগিরই চালু হবে: ব্যবস্থাপনা পরিচালক


১০ অক্টোবর, ২০২৪: ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ মিরপুর-১০ স্টেশন শিগগিরই পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে। আজ সকালে চূড়ান্ত পরীক্ষায় স্টেশনের সকল প্যারামিটার সন্তোষজনক হওয়ায়, দ্রুততম সময়ের মধ্যে স্টেশনটি চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, “মিরপুর-১০ মেট্রো স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবকিছুই সন্তোষজনক পেয়েছি। স্টেশন দিয়ে ট্রেন চলাচলের পরীক্ষা হয়েছে, যেখানে প্রথম ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৬টা ২০ মিনিটে থামে।”

রউফ আরও জানান, মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপন করা হয়েছে এবং তা সফলভাবে চূড়ান্ত পরীক্ষা করা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত এই মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে। কাজীপাড়া স্টেশনের তুলনায় মিরপুর-১০ স্টেশনের মেরামত খরচ বেশি হয়েছে, কারণ এটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত ১৯ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের সময় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনসহ যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন ভাঙচুর করা হয়, ফলে দুটি স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৩৭ দিন পর কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হলেও মিরপুর-১০ স্টেশনের মেরামতকাজ আরও দীর্ঘায়িত হয়।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে।

সব খবর