ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৪৭
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র উপদেষ্টা


১০ অক্টোবর, ২০২৪: বাংলাদেশে সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, “সকল ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক এবং তাদের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সরকার এই অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবসময় তৎপর।”

তিনি আরও বলেন, “ধর্মীয় কারণে কোনো সম্প্রদায়ের প্রতি নির্যাতন বা অন্যায় সহ্য করা হবে না। কোনো অপরাধ হলে সংশ্লিষ্টদের কঠোরভাবে বিচারের আওতায় আনা হবে।”

উপদেষ্টা তৌহিদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। সারা দেশে স্বেচ্ছাসেবক দলও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে কোনো দুর্বৃত্ত সমস্যার সৃষ্টি করতে না পারে।”

সব খবর