ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১২:১০
বাংলা বাংলা English English

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ডোম জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ: নাহিদ ইসলাম


১০ অক্টোবর, ২০২৪: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডোম জনগোষ্ঠীর বঞ্চনার দিনগুলো কাটিয়ে ওঠার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা আপনাদের কথা শুনব এবং আপনাদের কল্যাণে কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার ঢাকার সূত্রাপুরে পোস্তগোলা শ্মশান ঘাটে দুর্গাপূজা উপলক্ষে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে তাদের আপনজন হিসেবে গ্রহণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা নতুন বাংলাদেশের জন্য যেভাবে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও সেইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য বৈষম্যহীন, সমমর্যাদার বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “গত ৫০ বছরে আমাদের সমাজে অনেক ভেদাভেদ ও বঞ্চনার জন্ম হয়েছে। কিন্তু আমরা চাই, সেই ভেদাভেদ মুছে দিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে, যেখানে সকলের সমান নাগরিক অধিকার থাকবে এবং আমরা মিলেমিশে বসবাস করতে পারব। দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সুবিধা-অসুবিধা দেখা আমাদের সবার দায়িত্ব।”

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান। সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সব খবর