ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:০৭
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ : বিষণ্নতা ও উদ্বেগে প্রতি বছর হারাচ্ছে ১২ বিলিয়ন কর্মদিবস


১০ অক্টোবর, ২০২৪: আজ ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূর করা এবং মানসিক স্বাস্থ্য সেবাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০১৯ সালে কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৫ শতাংশই মানসিক ব্যাধিতে ভুগছিলেন। বিষণ্নতা ও উদ্বেগের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ১২ বিলিয়ন কর্মদিবস হারিয়ে যাচ্ছে।

১৯৯২ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয় ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (ডব্লিউএফএমএইচ)-এর উদ্যোগে। দিনটি মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়। ১৯৯৪ সালে প্রথমবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।”

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কর্মজীবীদের মানসিক সুস্থতার জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করা প্রয়োজন। বৈষম্য, অত্যধিক কাজের চাপ, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি আয়োজন করা হয়েছে।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহমর্মিতা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, এবং বিশেষজ্ঞ কাউন্সিলিং সেবা কর্মক্ষেত্রে অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সব খবর