ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৩১
বাংলা বাংলা English English

সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করার নির্দেশ


১০ অক্টোবর, ২০২৪: রাজধানীর পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। আজ বৃহস্পতিবার ঢাকেশ্বরী ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব খবর