ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:০৩
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উদযাপিত হয়েছে শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪। রাজধানীসহ সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে ভিড় করে দেবীর আরাধনায় মেতে ওঠেন।

মহাসপ্তমীর পূজার শুরুতে দেবী দুর্গার প্রতিমার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতি অনুযায়ী স্নান করানো হয়। এরপর নবপত্রিকা স্থাপন করা হয়, যা ‘কলা বৌ স্নান’ নামেও পরিচিত। এরপরে দেবীর চক্ষুদানের মাধ্যমে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা পূজা শেষে ফুল ও বেলপাতা হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে অঞ্জলি দেন এবং শান্তি কামনায় প্রার্থনা করেন।

গত বুধবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ১৩ অক্টোবর, বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। রাজধানীতে পূজার আয়োজন হয়েছে ২৫২টি মণ্ডপে।

এ বছর দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপগুলোতে পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনীও প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছে। ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

সব খবর