নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়ত বাড়ছে দাম, যা সাধারণ মানুষের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করছে। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজির বাজারে চরম ঊর্ধ্বগতি দেখা গেছে। এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার, রামপুরা, মালিবাগ ও মগবাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায়, শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি, গাজর ও বরবটির কেজি ২০০ টাকা ছুঁইছুঁই। এমনকি বেগুনও জাতভেদে ১৬০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও প্রায় ১০০ টাকার ওপরে রয়েছে।
একজন ক্রেতা জানান, বাজারে দুই-তিনটি সবজি কিনলেই ৫০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে গেছে, তাই দাম বেড়েছে।
খুচরা বিক্রেতারা আরও জানান, টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে সবজির দামে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজি সরবরাহে সমস্যা হয়েছে বলে জানান তারা।
মাছের বাজারেও সংকট নেই, কিন্তু দাম বেড়েছে ১২ থেকে ১৪ শতাংশ। মাঝারি রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।
বাজার মনিটরিংয়ের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করছে মন্ত্রণালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সও কাজ করছে। তবে ক্রেতারা বাজারে সরাসরি তদারকির পাশাপাশি আগে থেকেই প্রস্তুতি নেওয়ার দাবি তুলছেন, যাতে এমন পরিস্থিতিতে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়।