ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:১২
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ‘অবাঞ্ছিত’ ঘোষণা, সনদ বাতিলের দাবি


জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে তার স্নাতকের সনদ বাতিলের দাবি তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

তাপসী তাবাসসুম ঊর্মি, যিনি শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, সম্প্রতি ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

শাবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার অভিযোগে এবং বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্যের জন্য তাপসী তাবাসসুমকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

শিক্ষার্থীরা শাবিপ্রবি প্রশাসনের কাছে তার স্নাতক সনদ বাতিলের দাবি জানান এবং সরকারের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান করেন।

সব খবর