ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৪৬ জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরের। একই সময়ে ৫৬০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৪০৫ জন। এদের মধ্যে ৩৬ হাজার ৭১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, সারা বছরই দেখা দিচ্ছে। বৃষ্টি শুরু হলেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সিটি করপোরেশনের প্রচারণা ও সচেতনতা বাড়ানো জরুরি।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে কেবলমাত্র জেল-জরিমানা বা সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ দেখা যায়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।