ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:১৯
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। তবে পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হেরে সেই স্বপ্ন প্রায় ভেঙে গেছে। যদিও এখনও কাগজে-কলমে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে টাইগ্রেসরা, তবে তিন ম্যাচের দুই ম্যাচ হারের পর সেই লক্ষ্যে পৌঁছানো বেশ কঠিন হয়ে গেছে।

দুই পরাজয়ের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রান রেট। ২ পয়েন্ট এবং মাইনাস ০.৮৩৫ রান রেট নিয়ে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে চতুর্থ স্থানে। শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ (৪ পয়েন্ট এবং ১.৭০৮ রান রেট) এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৪ পয়েন্ট এবং ১.৫২৭ রান রেট)। বাংলাদেশের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, কিন্তু জিতলেও রান রেটের কারণে সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১০৪ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয়।

ক্যারিবীয় ওপেনার হেলি ম্যাথিউ এবং স্টাফানিয়া টেইলরের দুর্দান্ত শুরুতে ৫২ রান আসে। ম্যাথিউ ২২ বলে ৩৪ রান করে আউট হলে, টেইলর ২৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। শিমেইনে ক্যাম্পবেল ১৬ বলে ২১ রান করে আউট হলেও, ডেন্দ্রা ডটিনের অপরাজিত ১৯ রানে সহজেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে, বাংলাদেশের ওপেনার সাথী রানী (১২ বলে ৯) এবং দিলারা খাতুন (১৮ বলে ১৯) ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারির জুটিতে ১০ ওভারে বাংলাদেশ ৫৮ রান তুললেও মোস্তারি ২২ বলে ১৬ রান করে আউট হন। এরপর দলের ওপর চাপ বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৩ রানেই থামে টাইগ্রেসদের ইনিংস।

নিগার সুলতানার লড়াকু ৪৪ বলে ৩৯ রানের ইনিংস সত্ত্বেও বাংলাদেশ প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়।

সব খবর