ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৪৫
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিএনপি নেতা আবেদের মোটরসাইকেল শোডাউন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কবিরহাট পৌরসভার সামনে থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলসহ সুন্দলপুর ইউনিয়নের রাজুর গাঁও গ্রাম হয়ে চাপরাশিরহাট পর্যন্ত শোডাউন করেন বিএনপি নেতা আবেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বজলুল করিম চৌধুরী আবেদকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি এবং তার অনুসারী নেতাকর্মীরা শোডাউনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে শোডাউন না করার কঠোর নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা সত্ত্বেও, বজলুল করিম চৌধুরী আবেদ তার অনুসারীদের নিয়ে শোডাউনের মাধ্যমে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর ফলে গ্রামীণ সড়ক ও বাজারে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

জেলা বিএনপির এক নেতা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, দলের শীর্ষ নেতাদের এ ধরনের আচরণ দলের শৃঙ্খলা ও নির্দেশনা মানার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

মোটরসাইকেল শোডাউন বিষয়ে জানতে চাইলে বজলুল করিম চৌধুরী আবেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছিলাম, স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা পরিবহন ব্যবহার করেছে। এটি কোনো শোডাউন নয়, বরং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য স্বাভাবিক একটি যাত্রা।”

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “এ বিষয়ে পরে কথা বলব।”

 

সব খবর