ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৫
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে মা-বাবার দোয়া ট্রেডার্সের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


গাইবান্ধার পলাশবাড়ী আমলাগাছী বাজারে মা-বাবার দোয়া ট্রেডার্স নামে একটি বীজ ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী পাপুল সরকার জানান, তিনি প্রতিদিনের মতো রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে গাইবান্ধার বাসায় ফিরে যান। রাত ১২টার দিকে পাশের ফলের দোকানদারসহ অন্যান্য ব্যবসায়ীরা তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর জানান।

পাশের দোকানদার জিল্লু মিয়া বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আমি বাড়ি ফেরার সময় দেখি দোকানের ভেতর থেকে আগুন বের হচ্ছে। আশপাশের মানুষজনকে ডেকে এনে আমরা দোকানের শাটার ভেঙে বালি, পানি ও অগ্নি নির্বাপক গ্যাস ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হই।”

পাপুল সরকার বলেন, “আমি কয়েকটি কোম্পানির পরিবেশক হিসেবে কাজ করি এবং সম্প্রতি ১৪ লাখ টাকার কীটনাশক ও অন্যান্য সামগ্রী ক্রয় করেছি। অগ্নিকাণ্ডে কীটনাশক, সার, ঔষধ, কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসা ছাড়া আমার অন্য কোনো আয়ের উৎস নেই, আমি এখন প্রায় নিঃস্ব।”

পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক শাহআলম সরকারসহ অন্যান্য সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন পাপুল সরকার।

সব খবর