ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, দুপুর ১২:২০
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর


রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রিমান্ড শুনানির জন্য তাঁকে আদালতে নেওয়া হলে, বিক্ষুব্ধ জনতা তাঁর দিকে ডিম, ইটের টুকরো ও কাদা নিক্ষেপ করে।

বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ডাবলু সরকারকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে বিচারক মো. মাসুদুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল ৫টার দিকে তাঁকে আদালত থেকে বের করা হয়।

এর আগে, গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে হাজির করে প্রথমবারের মতো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবারও আদালতে হাজির করা হয় এবং নতুন করে রিমান্ড চাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগেও একই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

সব খবর