পিরোজপুরের কাউখালী উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মুকিত হাসান খান, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, এবং উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।
পরিদর্শনকালে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের মদনমোহন জিওর আখড়া বাড়ি পূজা মণ্ডপ, বাসুরী পূজা মণ্ডপ, গান্ডুতা, নাঙ্গুলি এবং বেকুটিয়া পূজা মণ্ডপে উপস্থিত হন এবং পূজা মণ্ডপ কর্তৃপক্ষকে ফল ও মিষ্টি উপহার প্রদান করেন।
তিনি বলেন, “কাউখালী উপজেলায় ২৪টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যা যা প্রয়োজন, আমরা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দিচ্ছি।”
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, “ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা সবার অধিকার। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান সফল করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি।”
উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে ১৫-২০ জনের স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত রয়েছে, এবং পূজা সফলভাবে উদযাপনের জন্য বিএনপি'র পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হচ্ছে।