কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ভৈরব পৌরসভার উদ্যোগে গত ৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
ডা. বুলবুল আহম্মদ জানান, সেপ্টেম্বর মাস থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলছে। অক্টোবর মাসে এ বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চলবে এবং সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দুটি পাওয়ার স্প্রে মেশিন দিয়ে লার্ভা ধ্বংসের অভিযান পরিচালিত হবে।
পৌর প্রশাসক মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সঠিক সতর্কতা অবলম্বন করা জরুরি। তিনি জানান, ডেঙ্গুর বাহক মশা সাধারণত স্বচ্ছ পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশপাশে যেকোনো ধরনের জমে থাকা পানি পরিষ্কার রাখা অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভৈরবকে ডেঙ্গু মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিযানের অংশ হিসেবে পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়, যাতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হয়।