ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:০২
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে, পূজা উদযাপনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেই সম্প্রীতির দেশ তৈরি করেছে। সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, “আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

আইজিপি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত পুনরায় শুরু হয়েছে। এছাড়াও আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আবার শুরু করা হয়েছে।

ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা সম্পর্কে তিনি বলেন, “অনেকে গুজব ছড়াতে এবং অপতৎপরতা চালাতে চাইছে। আমাদের পুলিশ বাহিনী এসবের বিরুদ্ধে সতর্ক রয়েছে। কোথাও কোনো ধরনের অপকর্মের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আইজিপি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের হটলাইন নম্বর এবং থানার ক্যাম্পগুলো সক্রিয় আছে। কোনো অপতৎপরতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সব খবর