ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শাকিব খান


ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। দুটি সংসার ভেঙে গেলেও তৃতীয় বিয়ে নিয়ে সম্প্রতি বেশ কিছু গুঞ্জন উঠেছিল। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শাকিব। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান, আব্রাহাম খান জয়। তবে সেই সংসার টিকেনি, বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

অপুর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খান বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। এখানেও স্থায়ী হতে পারেননি তিনি। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে আরও এক পুত্রসন্তান রয়েছে। প্রেম, বিয়ে ও সংসার নিয়ে বছরজুড়েই শাকিব আলোচনায় থাকেন, আর মাঝে তৃতীয় বিয়ে নিয়ে নতুন গুঞ্জনও উঠে। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে প্রাক্তন স্ত্রী-সন্তান এবং তৃতীয় বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন শাকিব।

শাকিব বলেন, “ব্যক্তিগত জীবনে আঘাত তো পেয়েছি, কোনো ভাঙনই সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’— জীবনের এই যাত্রায় অনেকের সঙ্গেই দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে অপু এবং বুবলী অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার দুই সন্তান, বাবা-মা, বোন, কিছু কাছের মানুষ এবং আমার অনুরাগীদের অঢেল ভালোবাসা রয়েছে। তাদের নিয়ে আমি খুব ভালো আছি।”

তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে শাকিব বলেন, “মানুষ একা থাকতে পারে না, পরিবার ও সমাজ নিয়ে বাঁচে। তবে এখন কোনো তাড়াহুড়া নেই যে বিয়েই করতে হবে। যদি এমন কিছু হয়, তা পারিবারিকভাবেই হবে এবং বিয়ের পর্যায়ে যাবে। বাবা-মা আমাকে সংসারী দেখতে চান, যেহেতু তাদের বয়স হয়েছে।”

দুই সন্তানের ভবিষ্যৎ প্রসঙ্গে শাকিব বলেন, “ওরা এখনো ছোট, স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। ওরা আমার চেয়েও বড় হোক, এই স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্যে যা যা প্রয়োজন, আমি সবকিছু করব।”

সব খবর