ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৩৩
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শশীভূষণের সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ


ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মধ্যে দ্বিতীয় কিস্তির চাল বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭১৭ জন সুবিধাভোগী জেলের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, ইউপি সচিব আবদুল কাদের, শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক বাসেদ, ইউপি সদস্য এবং সুবিধাভোগী জেলেরা।

উক্ত চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে সমুদ্রগামী জেলেদের জীবিকা সহায়তায় ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করা হয়েছে।

সব খবর