ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:১৫
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদা উপজেলা বিএনপি নেতাদের পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়


খুলনার তেরখাদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে তেরখাদা উপজেলার বিভিন্ন সড়কে পূজা উপলক্ষে ছবিসহ তোরণ নির্মাণ করেছেন বিএনপি নেতারা।

বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তারা পূজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনে সহযোগিতা ও শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক, মোল্যা রফিকুল ইসলাম, শেখ আজিবার রহমান, আবুল হোসেন বাবু, মোঃ শহীদুল ইসলাম খোকন, মোহাম্মদ সাইদুর রহমান, শেখ তহিদুল ইসলাম এবং মোহাম্মদ নওশের আলী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের পরিদর্শনের মাধ্যমে উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সব খবর