নারী বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ, প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে টাইগ্রেসদের। নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে লাল-সবুজের দল।
টসে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সেমিফাইনালে পৌঁছানোর পথকে সুগম করতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য। তাই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছেন।
**বাংলাদেশের একাদশ:** দিলারা আক্তার, সাথী রানী, শোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।