ঢাকা, শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আজ (১০ সেপ্টেম্বর) সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদল। এ সাক্ষাতের বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসবটি ধর্মীয় মর্যাদা এবং ভাবগম্ভীর্যের সঙ্গে উদযাপন করে থাকেন। এ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিহার ও পল্লিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

উৎসব চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে প্রবারণা উৎসবে যোগদানের আমন্ত্রণ জানায়। এ সময় সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও প্রদান করেন।

আইএসপিআর আরও জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আশা করে, জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিক তার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন।

সব খবর