ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন ক্রিকেটার এবং আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। এ নিয়ে দেশে ফেরার পর তার নিরাপত্তা নিয়ে শঙ্কাও তৈরি হয়। এতদিন এ বিষয়ে কিছু না বললেও অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে আবেগঘন একটি পোস্টে ক্ষমা চেয়েছেন সাকিব।
বুধবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আন্দোলনের সময় নীরব থাকার জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সাকিব তার পোস্টে বলেন, দেশের মানুষের ভালোবাসাই তাকে বিশ্ব দরবারে সমাদৃত করেছে এবং সবার দোয়া ও সমর্থনে তিনি আজকের সাকিব আল হাসান হয়েছেন। তিনি আন্দোলনে শহীদ ও আহত হওয়া ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ কখনো পূরণ করা সম্ভব নয়।
তিনি আরও জানান, সংকটের সময় তার অনুপস্থিতি অনেককে ব্যথিত করেছে, এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। সাকিব বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার ভূমিকা মূলত এলাকার উন্নয়নে কেন্দ্রীভূত ছিল। তবে দিনশেষে তিনি একজন ক্রিকেটার এবং ক্রিকেটই তার মূল পরিচয়।
পোস্টে সাকিব আবেগঘন ভাষায় তার ক্যারিয়ারের পুরো যাত্রা তুলে ধরে বলেন, তার সাফল্যের পেছনে সমর্থকদের ভালোবাসা ও অনুপ্রেরণাই সবচেয়ে বড় চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন, শিগগিরই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে, এবং এই বিদায় মুহূর্তে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই গল্পের নায়ক তিনি নন, বরং তার ভক্তরাই।
সাকিবের এই পোস্ট তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং অনেকেই তার প্রতি সমর্থন জানিয়ে পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন।