বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়েছে। টানা দ্বিতীয় ম্যাচেও ভারতের দাপুটে পারফরম্যান্সের সামনে টিকে থাকতে পারেনি টাইগাররা। দিল্লিতে বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানের ব্যবধানে পরাজিত হয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যায় বাংলাদেশ। ভারতের দেওয়া ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশের ওপেনার পারভেজ ইমন। প্রথম ওভারেই ১২ রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন, কিন্তু ব্যক্তিগত ১২ বলে ১৬ রান করে তিনি আউট হলে দলের ধস শুরু হয়। তার সঙ্গী নাজমুল হোসেন শান্তও ১১ রান করে ফিরে গেলে বাংলাদেশ দ্রুত চাপে পড়ে। লিটন দাসও ইনিংস বড় করতে ব্যর্থ হন, ১১ বলে ১৪ রান করে আউট হন তিনি। হৃদয় মাত্র ২ রান করে আউট হলে বাংলাদেশ ৪৬ রানে ৪ উইকেট হারায় এবং বিপাকে পড়ে।
মাহমুদউল্লাহ রিয়াদ একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন, তবে তার এ প্রচেষ্টা ম্যাচে কোনো পার্থক্য গড়তে পারেনি। মিরাজ (১৬), জাকির আলী (১), রিশাদ হোসেন (৯), এবং তানজিম সাকিব (৮) দ্রুত ফিরে গেলে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। শেষদিকে মোস্তাফিজুর রহমান ১ রান এবং তাসকিন আহমেদ অপরাজিত ৫ রান করলে বাংলাদেশ ১৩৫ রানে ইনিংস শেষ করে।
ভারতের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বরুণ চক্রবর্তী এবং নিতিশ কুমার রেড্ডি, দুজনেই দুটি করে উইকেট নেন। এছাড়াও আর্শদ্বীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব এবং রিয়ান পরাগ একটি করে উইকেট নেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন দ্রুত রান তোলার চেষ্টা করেন। স্যামসন ৭ বলে ১০ রান করে আউট হলে অভিষেক শর্মা ১১ বলে ১৫ রান করেন। সূর্যকুমার যাদবও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, মাত্র ৮ রান করে তিনি আউট হন। তবে নিতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিং মিলে দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেন। রেড্ডি ২৭ বলে ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রিঙ্কু সিংও ২৬ বলে ফিফটি করেন এবং ২৯ বলে ৫৩ রান করে আউট হন।
হার্দিক পান্ডিয়া শেষদিকে ১৯ বলে ৩২ রান করে দলের স্কোর ২২১ রানে নিয়ে যান।