৯ অক্টোবর ২০২৪: রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস আজ বুধবার ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং লন্ডন-ভিত্তিক বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এক অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ ঘোষণা করে। পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার।
ডেভিড বেকার সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং তাকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ পুরস্কৃত করা হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ১৯৬২ সালে সিয়াটলে জন্মগ্রহণ করেন।
ডেমিস হাসাবিস যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন এবং গুগল ডিপমাইন্ডের সিইও হিসেবে কাজ করছেন। জন এম. জাম্পার বর্তমানে গুগল ডিপমাইন্ডে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। এই দুই বিজ্ঞানীকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে।
রসায়নে নোবেল পুরস্কারের এবারের বিষয় ছিল প্রোটিন সম্পর্কিত। ডেভিড বেকার নতুন ধরনের প্রোটিন তৈরির কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার একটি এআই মডেল তৈরি করেছেন যা প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস দিতে সক্ষম। এই আবিষ্কারগুলোকে বিপুল সম্ভাবনার আধার বলে উল্লেখ করা হয়েছে।
পুরস্কার ঘোষণার সব তথ্য nobelprize.org ও নোবেল কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এ বছর ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে এবং ৮ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পরবর্তী পুরস্কার ঘোষণার দিনক্ষণ:
১০ অক্টোবর: সাহিত্য ক্যাটাগরির পুরস্কার ঘোষণা হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
১১ অক্টোবর: শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। ঘোষণা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
১৪ অক্টোবর: অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে, যা নোবেল পুরস্কার ঘোষণার এই বছরের শেষ হবে।