ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৩৬
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সম্পৃক্ততা অব্যাহত রাখার আগ্রহ: ম্যাথু মিলার


আজ ৯ অক্টোবর, ২০২৪: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গাদের নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংকালে মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানান। তিনি বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে অগ্রগতি বজায় রাখতে অব্যাহত সম্পৃক্ততার প্রত্যাশা করেছেন।”

বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়—এই বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মিলার বলেন, “আমরা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি ব্লিঙ্কেনের সাথে পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধান উপদেষ্টা ইউনূস উভয়েই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সাথে জনগণের গভীর সম্পর্কের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

সব খবর