ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:২৮
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর ওপর প্রভাব বিস্তারে জাপানকে আহ্বান ত্রাণ উপদেষ্টার


আজ ৯ অক্টোবর, ২০২৪: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর ওপর প্রভাব বিস্তারে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সাম্প্রতিক ও চলমান বন্যা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে আলোচনা করেন। ফারুক ই আজম জানান, বন্যা দুর্গত এলাকার জন্য কম পানিতে চলাচলে সক্ষম স্পিড বোট সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্নির্মাণে এবং হেরিং বোন বন্ড রাস্তাগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে আরও বেশি জাপানী সম্পৃক্ততার প্রয়োজন।

ফারুক ই আজম আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল সমস্যা এবং এর একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন। আগস্ট মাসে দেশের কিছু পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের ওপর নজর শিথিল হলেও বর্তমানে পরিস্থিতি অনেক ভালো এবং সামনের দিনগুলোতে এ পরিস্থিতির আরও উন্নতি হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের জীবিকায়ন, কর্মসংস্থান এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের বিষয়ে আলোচনা করেন।

কিমিনরি বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কিভাবে আরও বেশি সাহায্য নিশ্চিত করা যায় সে বিষয়ে জানতে চান। তিনি বন্যা পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজ নেন। এছাড়া তিনি বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়ে অবগত হন এবং দুর্যোগকালীন আশ্রয় গ্রহণ, প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব খবর