ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪২
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সামনে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইচ এন কামরুল ইসলাম, আহ্বায়ক মোঃ নাজমুল হাসান মিরাজ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম মিলন এবং মোহাম্মদপুর, শালিকা ও শ্রীপুর থানার রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকরা বর্তমান পরিস্থিতি, সমস্যা, সংকট এবং সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম সকলের কথা শুনে আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা এবং ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি এসব প্রশ্নে তার পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরও উপস্থিত ছিলেন।

সব খবর