ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৫৫
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মতিহারে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার; অটো উদ্ধার


রাজশাহী মহানগরীর মতিহার থানায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ শরিফুল ইসলাম (২৬), মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে; মোঃ নাজিউর রহমান মৃদুল (২৬), একই এলাকার মুনসুর রহমানের ছেলে এবং মোঃ তারিফুল ইসলাম ইয়ামিন (২৪), মোঃ জয়নালের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মোঃ রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক। গত ৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট থেকে তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির উদ্দেশ্যে রওনা হন রবিউল। খড়খড়িতে কাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে রবিউলকে আঘাত করে এবং পাশের একটি গাছে বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রবিউলের অভিযোগে মতিহার থানায় একটি মামলা দায়ের হয়।

মতিহার থানা পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত দেড়টায় নাজিউর রহমানকে এবং রাত আড়াইটায় তারিকুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের তথ্য অনুযায়ী নাজিউর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী এবং তাদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সব খবর