ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, দুপুর ১২:১১
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ


কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীগুলো কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে সরবরাহ করা হয়।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০-এরও বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ১ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ, ৭৫০ গ্রাম মুশুর ডাল এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, চিলমারী মডেল থানার এস.আই আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মেহেদী হাসান মিথুন এবং চিলমারী শাখার প্রতিনিধি নুর রাফসান সিয়াম, সাব্বির আহমেদ, ইয়াছিন আরাফাত প্রমুখ।

সব খবর