ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৩৮
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে অভিযান, ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার; মাদক ব্যবসায়ী পলাতক


পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় ডিবি পুলিশ ও পিরোজপুর থানার যৌথ অভিযানে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বলাকা ক্লাব রোডের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে “ফেন্সী রমজান” পালিয়ে যায়।

পুলিশ জানায়, ফেন্সী রমজান দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফেন্সী রমজানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সব খবর