ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:০৪
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে ভূমিদস্যু ও জাল দলিল চক্রের হোতা রহিম উদ্দিনের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ


সুনামগঞ্জের ছাতকে রহিম উদ্দিনের বিরুদ্ধে জাল অস্তিত্বহীন দলিল সৃজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত, ইয়ারিছ আলীর ছেলে সুন্দর আলী প্রকাশিত শরিফ উদ্দিন বাদী হয়ে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ছাতক সুনামগঞ্জ সি আর মোং নং ৪৭৯/২০২৪ দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত, চমক আলীর ছেলে মো. নুর উদ্দিন, রহিম উদ্দিনসহ ৪ জনকে আসামী করা হয়।

মামলা সুুত্রে জানা যায়, সুন্দর আলী প্রকাশিত শরিফ উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ ইং তারিখে যুগ্ম জেলা ১ম জজ আদালথ, সুনামগঞ্জ এ স্বত্ব (বাটোয়ারা) মোকদ্দমা নং ১৮/২০১৮ দায়ের করা হয়। মোকদ্দমাটি বিচারাধীন অবস্থায় বিবাদীপক্ষের জবাব দাখিলের জন্য হলে মামলার ২ নং অভিযুক্ত রহিম উদ্দিন ২৩ মার্চ ২০১৪ ইং তারিখে জবাব দাখিল করেন। পরবর্তীতে আবার গত ২৮ মার্চ ২০১৬ ইং তারিখে দেওয়ানী কার্যবিধি আইনের ৬ আদেমের ১৭ বিধি দতের তার দাখিলকৃত আগের জবাব সংশোধনের জন্য একটি দরখাস্থ করেন। এতে বিাবদী উল্লেখ করেন, এই মোকদ্দমার বাদী মো. শরিফ উদ্দিন জাহিদপুর মৌজার ৪৯৫৮ দাগের সাড়ে ৩২ শতাংশ, ৪৯৫৯ দাগের ১০ শতক, ৪৯৬০ দাগের ১.৬২ শতক, ৪৯৬৪ দাগের ১১ শতক এবং ৫৭৫৭, ৫৭৬৫ ও ৫৭৬০ দাগের একত্রে সাড়ে ৫৯ শতক একুনে মোট ২.৭৫ একর ভৃমি ১৪ আগষ্ট ২০০১ ইং তারিখের ১১০৩৭/২০০১ নং রেজি: দানপত্র দলিল মুূলে ২ নং আসামী রহিম উদ্দিনের পিতা চমক আলী বরাবর হস্তান্তর করেন। উক্ত নকল হারিয়ে যাওয়ায় জাবেদা নকল জাবেদা নকল দাখিল করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে বাদীপক্ষ গত মে ২০১৬ ইং তারিখে ২ নং আসামী রহিম উদ্দিনের দাখিলকৃত জবাব সংশোধনের দরখাস্থের বিপরীতে দেওয়ানী কার্যবিধি আইনের ৬ আদশের ১৭ বিধি মতে দরখাস্ত করেন। এতে উল্লেখ করা হয়, অত্র মোকদ্দমার ২ নং বিবাদী রহিম উদ্দিন গত ২৮ মার্চ ২০১৬ ইং তারিখে ২ নং বিবাদী রহিম উি নের পিতা চমক আলী বরাবরে নালিশা ভ’মি সম্পর্কে গত ১৪ আগষ্ট ২০০১ ইং তারিখে ১১০৩৭ নং যে দানপত্র দলিল দাখিল করা হয়েছে তা জাল অস্তিত্বহীন ও ২নং আসামী রহিম উদ্দিন কতৃক সৃজিত কবালা বটে বলে মামলায় উল্লেখ করা হয়। উল্লখ্য: পুকুর খননের ৭ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের ঘটনায় আরেকটি মামলা গত ১৯ সেপ্টেম্বর সুন্দর আলী প্রকাশিত শরিফ উদ্দিন বাদী হয়ে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ছাতক সুনামগঞ্জ সি আর মোং নং- ৪৯৮/২০২৪ দায়ের করা হয়। এতে রহিম উদ্দিনকে আসামী করা হয়। এ বিষয়ে সুন্দর আলী প্রকাশিত শরিফ উদ্দিন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।

সব খবর