ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:২৭
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পূজামন্ডপগুলোতে বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করবে সম্প্রীতি


সুনামগঞ্জ, ৬ অক্টোবর: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউপিতে শ্রী শ্রী অদ্বৈত প্রভূর জন্মদাম দূর্গাপূজা উপলক্ষে বিজিবির উদ্যোগে এক জনসচেতন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনি বিকেল ৪টায় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিঞ্জিবির আয়োজনে মন্দির প্রাঙ্গনে ও তাহিরপুরের রাজারগাও পনতীর্থ শারদীয় দূর্গাপূজা কমিটির সহযোগিতায় এই সভা আয়োজন করা হয়। পূজা কমিটির সভাপতি মধূসুদন রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাদব রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বিজিবি এম সিলেট অঞ্চল বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন বিঞ্জিবির সুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, লাউড়েরগড় মাদ্রাসার মোমতামিম মাওলানা মইনূল ইসলাম, হিন্দু কমিউনিটি নেতা কেশব রায়, মোহন লাল রায়, সুজিত রায় প্রমুখ।

কর্নেল মোহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “সুনামগঞ্জ একটি সম্প্রীতির উদ্ভবস্থান। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ রয়েছে। আগামী দূর্গাপূজায় আমরা সকল ধর্মের মানুষের সহযোগিতায় পূজামন্ডপগুলো রক্ষা করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানালেন, “বিজিবি সুনামগঞ্জ জেলার সকল ১২টি উপজেলায় ৪০০শতটি পূজামন্ডপে অতন্দ্র প্রহরীর মতো নিরাপত্তা প্রদান করবে। সেনাবাহিনী এবং র্যাব পুলিশ সদস্যরা নিয়মিত তদারকি করবেন যাতে পূজার আয়োজন সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

আঁচলিক পৌরসভা ও স্থানীয় পূজা কমিটির সহযোগিতায় আগামী ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে শেষ পর্যন্ত শারদীয় দূর্গাপূজা আনুষ্ঠানিকভাবে পালন করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে সুনামগঞ্জে ধর্মীয় উৎসবের সময় সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিঞ্জিবি সক্রিয়ভাবে ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

সব খবর