ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪৬
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সেনা সদস্য ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন


ঢাকা, ৫ অক্টোবর: রাজধানীর মতিঝিল সেনা ক্যাম্পে শনিবার দুপুর ১২টার দিকে অমিত দে (২৪) নামক একজন সেনা সদস্যের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আঘাত লেগে মৃত্যুবরণ হয়েছে।

ঘটনাস্থলে তাড়াতাড়ি উপস্থিত ল্যান্স করপোরাল মো. আব্দুর রহিম জানিয়েছেন, “অমিত ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। আমাদের তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।”

অমিতের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটার গ্রামে অবস্থিত। দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, অমিতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

এই দুঃখজনক ঘটনায় সেনা বাহিনীর শোক প্রকাশ করেছে এবং আরও তদন্তের নির্দেশ দিয়েছে।

সব খবর