ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:২৯
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাপ্রধানের আহ্বানে নির্ভয়ে পূজামণ্ডপে যাত্রা, সারাদেশে সেনা মোতায়েন


ঢাকা, ৫ অক্টোবর – সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজামণ্ডপে যাত্রা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনি (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

**নির্ভয়ে পূজামণ্ডপে যাত্রার আহ্বান**

সেনাপ্রধান বলেন, “সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। আমরা মাঠে আছি।” তিনি আরও যুক্ত করেন, “যার যার ধর্ম, সেই ধর্ম পালন করবেন। এজন্য যা কিছু করতে হয়, তা আমরা করব। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ভয় নেই। সেনাসদস্যদের বিশেষভাবে বলে দিয়েছি।”

**আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ**

ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, “হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।”

**রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ**

এ একই দিনে সকালে সেনাপ্রধান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই সময়ে বলেন, “সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আশা করি, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে।”

**সংলাপের গুরুত্ব**

এই সাক্ষাৎ সরকারের এবং সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার এবং দেশের উন্নয়নে একসাথে কাজ করার ইঙ্গিত দেয়। সেনাপ্রধানের উক্তি এবং রাষ্ট্রপতির আশাবাদী বক্তব্য দেশবাসীর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতার বার্তা প্রদান করেছে, বিশেষ করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে।

**নোট:** দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে রক্ষিত থাকবে। সকল ধর্মাবলম্বী জনগণকে নির্ভয়ে এবং আনন্দে পূজামণ্ডপে যাত্রা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সব খবর